
খালেদা জিয়ার মুখে ছেলে তারেক রহমানের প্রশংসাকে ‘চোরের মায়ের বড় গলা’ আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
তিনি বলেছেন, “বেগম খালেদা জিয়া তার দলের একটি সভায় তারেক রহমান সম্পর্কে বলেছেন। তারেক রহমান তার গুণধর পুত্র। তাতে মনে হচ্ছে, চোরের মায়ের বড় গলা।
“আসলে শুধু তারেক রহমান নয়, তিনি নিজেও চোর। চুরিতে তিনি নিজেও ধরা পরেছেন। আজকে সৌদি তদন্তে তা বেরিয়ে এসেছে। বেগম খালেদা জিয়ার লজ্জা লাগে কি না জানি না, আমার কিন্তু এই কথাগুলো শুনতে এবং বলতে লজ্জা লাগে।”শনিবার ছেলেকে নিয়ে লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের প্রতিক্রিয়ায় গত কাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে একথা বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।খালেদা জিয়া বলেন, “বাংলাদেশের মানুষ সব সময় জিয়াউর রহমান ও তার পরিবারকে ভালোবাসত। জিয়াউর রহমানের সেই রক্তই তারেক রহমানের গায়ে, সেই রক্তই ছিল আরাফাত রহমানের গায়ে। তারা নিজেরা কিছু পাওয়ার জন্য নয়, দেশের মানুষকে কিছু দেওয়ার জন্য, দেশের সম্মান বৃদ্ধির জন্য কাজ করেছে, করছে।”মুদ্রা পাচারের মামলায় দেশে কারাদণ্ডের সাজা নিয়ে লন্ডনে রয়েছেন তারেক রহমান। তার ভাই প্রয়াত আরাফাতও মুদ্রা পাচার মামলায় দণ্ডিত ছিলেন। খালেদা জিয়ার বিরুদ্ধেও একই অভিযোগের মামলার বিচার চলছে।সৌদি আরবে খালেদা জিয়া অর্থ পাচার করেছেন বলে অভিযোগ তুলে সেজন্য খালেদাকে গ্রেপ্তারের দাবি জানান ক্ষমতাসীন দলের নেতা হাছান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার সৌদি আরবে শপিংমল, বিল্ডিংসহ নানা সম্পত্তি রয়েছে, এমন কথা বেরিয়ে আসছে। টেলিভিশনের খবর অনুযায়ী বলা হচ্ছে পৃথিবীর অন্তত ১২টি দেশে বেগম খালেদা জিয়ার এবং তার পরিবারের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে।
“এই সম্পত্তি লুটপাটের সম্পত্তি। বাংলাদেশ থেকে লুটপাট করে গিয়ে এই সম্পত্তি তারা অর্জন করেছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে যে অবৈধ সম্পত্তি আছে, সেগুলো তদন্ত করে খুঁজে বের করা হোক এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সাথে কথা বলে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা গ্রহণ করা হোক।“খালেদা জিয়ার বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য না পাওয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, “এই যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এত কথা, বিদেশি টেলিভিশনে এত কথা, মির্জা ফখরুল সাহেব আপনার মুখে কোনো কথা নাই কেন?”জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এই মানববন্ধনে হাছান মাহমুদ ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জোটের সাধারণ সম্পাদক ফাল্গুনী হামিদ।
আপনার মূল্যবান মতামত দিন: