ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

চার দিনে ৪৮ ইসরায়েলি সেনা হত্যা, ৩৫ সামরিক যান ধ্বংস : দাবি হামাসের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩ ১০:৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩ ১০:৩৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধে চার দিনে ৪৮ ইসরায়েলি সৈন্য হত্যা ও ৩৫ সামরিক যান ধ্বংসের দাবি করেছে স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী হামাস।

হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা রবিবার এক বিবৃতিতে এই দাবি করেন।

তিনি বলেন, আমাদের যোদ্ধারা নিশ্চিত করেছে যে চার দিনে ৪৮ ইহুদিবাদী সৈন্য নিহত হয়েছে। বিভিন্ন মাত্রার হামলায় আহত হয়েছে আরও কয়েক ডজন। এই চার দিনে ২৪ সামরিক মিশন পরিচালনা করা হয়েছে, এতে ৩৫ সামরিক যান ধ্বংস হয়েছে।

এছাড়াও শত্রু বাহিনীর বিরুদ্ধে ছয়টি স্নাইপার অপারেশন পরিচালনা করা হয়েছে।

সূত্র: প্রেসটিভি



আপনার মূল্যবান মতামত দিন: