ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

আসন ভাগাভাগির নির্বাচন হচ্ছে : ইইউ প্রতিনিধিদের জানাল বিএনপি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩ ২১:২৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩ ২১:২৫

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সংসদ নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে বেশ কিছু তথ্য-উপাত্ত তুলে ধরেছে বিএনপি। কিভাবে সরকার আসন ভাগাভাগি করেছে, কেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তা ইইউকে জানানো হয়েছে।

আজ বুধবার বিকেলে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি নেতাদের ভার্চুয়াল বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান অংশ নেন। ইইউ প্রতিনিধিদলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস।



আপনার মূল্যবান মতামত দিন: