ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাবিতে প্রোডাকশন ভিত্তিক এনিমেশন কর্মসূচির সনদপত্র বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩ ২১:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩ ২১:২৭

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যেগে ৩ মাস ব্যাপী “Production based Animation Training Programme” প্রশিক্ষণ কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) চারুকলা অনুষদের শেখ রাসেল এনিমেশন ল্যাবে উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

এ সময় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য পুলক রাহা, প্রধান প্রশিক্ষক নেলসন উদান্তসহ সরকারি প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল সৃজনশীল কাজের প্রতি শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, দেশে এনিমেশন শিল্পের বিকাশে তরুণ প্রজন্মকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এই প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। একইসাথে ডিজিটাল টেকনোলজি এবং এবং নতুন নতুন উদ্ভাবনের ওপর গুরুত্বারোপও করেন তিনি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: