ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ক্ষমতা হারানোর ভয়ে সরকার সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না : মঈন খান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৫:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৫:১১

ক্ষমতা হারানোর ভয়েই সরকার সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ হয়তো ভয় পাচ্ছে, আজকে যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাবে। এ কারণেই তো তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না। যে যত কথাই বলুক না কেন, মূল কারণ তো এটাই। 

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি আপনাদেরকে (সরকারকে) এই আহ্বান জানাচ্ছি, দেশের স্বার্থে আজকে আমরা সংঘাত পরিহার করে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে ফিরে আাসি, যাতে করে দেশের মানুষ যে কারণে বাংলাদেশ স্বাধীন করেছিল, সেই গণতন্ত্রকে আমরা বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি।’ 



আপনার মূল্যবান মতামত দিন: