odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

বিএনপির মত সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার নেই : শেখ হাসিনা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ December ২০২৩ ১৮:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ December ২০২৩ ১৮:৫৪

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল, তাদের রাজনীতি করার অধিকার নেই। কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, আর ওদের রাজনীতি মানুষ হত্যায়। তাদের কী মানুষ চায় বলেন? তাদের মানুষ চায় না।

শুক্রবার বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যখন জনগণের জন্য উন্নয়ন করি, তখন ওই বিএনপি-জামায়াত করে অগ্নিসন্ত্রাস। রেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। মা-সন্তানকে বুকে জড়িয়ে রেখেছে- এই অবস্থায় আগুনে পুড়ে কাঠ হয়ে গেছে। এমন সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার নেই। 



আপনার মূল্যবান মতামত দিন: