ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৭

অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার ভোরে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের আল-ফুখারিতে ইসরাইলি বোমা হামলায় ১১ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।

এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে ফিলিস্তিনিদের একটি বাসভবন লক্ষ্য করে হামলা চালালে অন্তত ২০ জন নিহত হয়।

রাফার আল-শাবুরা শরণার্থী শিবিরে বোমা হামলায় অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-মাগাজি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরাইল।



আপনার মূল্যবান মতামত দিন: