odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

মুন্সীগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এমিলি প্রচারনা

odhikar patra | প্রকাশিত: ৩০ December ২০২৩ ২১:০০

odhikar patra
প্রকাশিত: ৩০ December ২০২৩ ২১:০০

মুন্সীগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপিকা সাগুপতা ইয়াসমিন এমিলি -কে নির্বাচিত করতে মানুষের কাছে ভোট প্রার্থণা করে বেড়াচ্ছেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ।

মুন্সীগঞ্জ-২ আসন তথা টংগীবাড়ী ও লৌহজং উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তারা নৌকার পক্ষে ভোট প্রার্থণা করেছেন। এসময় তিনি বিগত ১৫ বছরের বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্যক্রমের তথ্য তুলে ধরে ভোটারদের উৎসাহিত করছেন। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে টংগীবাড়ী উপজেলার কামাখাড়া ও সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে নৌকার পক্ষে তাদের ভোট প্রার্থণা করতে দেখা যায়। প্রচারণা শেষে টঙ্গীবাড়ী উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নে টঙ্গীবাড়ী মডেল মসজিদে ইমাম সমাজকে নিয়ে আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহন করেন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ- আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপিকা সাগুপতা ইয়াসমিন এমিলি। আর উপস্থিত ছিলেন শামসুল আলম মিল্কি, মহিলা নেত্রী এমিলি পারভীন।
তারপর টঙ্গীবাড়ী উপজেলা গ্রামীন ব্যাংক সংগ্লন শাখাওয়াত হোসেন এর বাড়ী টঙ্গীবাড়ী উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের নিয়ে আলোচন সভা করেন এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলার হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা নবীন কুমার রায় ও কাঠদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন: