ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে রুশ আগ্রাসনে নিহত ১১

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৪ ১৪:৫০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৪ ১৪:৫০

ইউক্রেনে অব্যাহত রয়েছে রুশ আগ্রাসন। শনিবার (৭ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলের একাধিক শহরে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ হামলায় নিহত কমপক্ষে ১১ জন। এদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। নিহতরা সবাই দোনেৎস্কের বাসিন্দা। ৬টি আবাসিক ভবনকে লক্ষ্য করে ছোঁড়া হয় এস-৩০০ মিসাইল।

এদিকে, বেসামরিকদের টার্গেট করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এই আক্রমণগুলো মাধ্যমে রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: