
জবি প্রতিনিধি : বিশ্বসেরা গবেষকদের তালিকায় এ বছর স্থান পেয়েছেন বাংলাদেশের ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) থেকে ১৭৮ জন গবেষক স্থান পেয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।
সোমবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স এর ওয়েবসাইটে প্রকাশিত র্যাংকিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিভিন্ন মানদণ্ড ও একাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ করে বিশ্বের সেরা গবেষকদের এ তালিকা প্রকাশ করে থাকে অ্যালপার ডগার নামের আন্তর্জাতিক খ্যাতনামা এই প্রতিষ্ঠানটি।
এডি সায়েন্টিফিক ইনডেক্সে র্যাংকিং ২০২৪ প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৯০টি বিশ্ববিদ্যালয়ের ১৪ লাখ ৪৩ হাজার ১০৪ জন গবেষক স্থান পেয়েছেন। এ তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পেয়েছেন। এতে জবির ১৭৮ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: