odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

ইয়েমেনে হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ January ২০২৪ ১৪:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ January ২০২৪ ১৪:১৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বার্তাসংস্থা রয়টার্সকে শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তা।

হুথির এক কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, রাজধানী সানায় ‘শত্রুদের হামলা’ চলছে। সানার এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিনি তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ২০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। এরপরই এই হামলার জবাব দেয়ার হুমকি দেয় তারা। তবে হুথিদের পক্ষ থেকে হুমকি দেয়া হয়-তাদের এ হামলার পাল্টা হামলার জবাব দেবে তারা।



আপনার মূল্যবান মতামত দিন: