ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

হুতিদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে : বাইডেন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৪ ১৪:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৪ ১৪:০১

লোহিত সাগরে অবস্থানরত যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

গত বৃহস্পতিবার হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত ৩০টি অঞ্চলে প্রতিরোধ মূলক হামলার পর শুক্রবারও হামলা চালিয়েছে দেশ ‍দু’টি।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেকের পোস্ট থেকে জানা গেছে, সানার পাশেই একটি বিমানঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া উপকূলীয় হোদেইদাহ শহরেও বিমান হামলা হয়েছে।

বাইডেন বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে চালানো এ হামলার অর্থ হলো যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা লোহিত সাগরে চলা জাহাজে হুথিদের হামলা ‘সহ্য করবে না’। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে, আমরা হুথিদের প্রতিক্রিয়া জানাব, যদি তারা এই আপত্তিজনক আচরণ চালিয়ে যায়’।

সূত্র: সিএনএন



আপনার মূল্যবান মতামত দিন: