odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

ডামি সংসদ’ বাতিল করতে হবে : আ স ম আবদুর রব

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ January ২০২৪ ২৩:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ January ২০২৪ ২৩:১১

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ৯০ শতাংশের বেশি মানুষ নির্বাচন বর্জন করায় ‘ডামি নির্বাচনে’ ‘ডামি সংসদ’ এবং ‘ডামি সরকার’ গঠিত হয়েছে। সুতরাং জনগণের সম্মতি ও সমর্থনের ভিত্তিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনে অবিলম্বে ডামি সংসদ বাতিল করতে হবে এবং এর সঙ্গে ডামি সরকারকেও পদত্যাগ করতে হবে।

আজ শনিবার জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

রাজধানীর উত্তরায় তাঁর বাসভবনে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া ও অ্যাডভোকেট কে এম জাবির।



আপনার মূল্যবান মতামত দিন: