ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ইরানে পাল্টা হামলা চালাল পাকিস্তান : নারী-শিশুসহ নিহত ৭

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৪ ১২:৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৪ ১২:৪৪

উত্তেজনা বাড়িয়ে এবার ইরানে পাল্টা হামলা চালাল পাকিস্তান। বৃহস্পতিবার সকালে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে এই হামলা চালানো হয় বলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে। পাকিস্তানের হামলায় সাতজন নিহত হয়েছে। এর মধ্যে চার শিশু ও তিন জন নারী। 

গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে- নিহতদের কেউই ইরানি নাগরিক নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে সাতটি অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে পাকিস্তান। পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। এতে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা আরও বাড়ল।



আপনার মূল্যবান মতামত দিন: