odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

গাজায় মৃতের সংখ্যা বেড়ে ২৪৭৬২

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ January ২০২৪ ২৩:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ January ২০২৪ ২৩:১৯

গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৭৬২ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছে আরো ৬২ হাজার ১০৮ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ১৪২ জন নিহত এবং ২৭৮ জন আহত হয়েছে।

অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না।

৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে বলে তেল আবিব জানিয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি



আপনার মূল্যবান মতামত দিন: