ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রাশিয়ার তেল সংরক্ষণাগারে ড্রোন হামলা চালাল ইউক্রেন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৪ ১২:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৪ ১২:৩৮

রাশিয়ার পশ্চিমাঞ্চলের ক্লিন্টসি শহরের রোজনেফট তেল সংরক্ষণাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।  হামলায় তেল সংরক্ষণাগারে আগুন লেগে যায়।

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার ভেতরে ক্লিন্টসি শহরে চারটি তেল সংরক্ষণাগারে আগুন লেগেছে। এসব ডিপোতে প্রায় ৬ হাজার কিউবেক মিটার তেল সংরক্ষণ করা ছিল।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগ এ হামলা চালায় বলে নিশ্চিত করেছে ইউক্রেনের নিরাপত্তা সূত্র।  

কিয়েভ দাবি করেছে, রুশ তেল সংরক্ষাগার লক্ষ্য করে এটা তাদের দ্বিতীয় ড্রোন হামলা। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলার প্রতিশোধ নিতে তারা এ হামলা করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: