
স্টাফ রিপোর্টারঃ রবিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন লৌহজং শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা। সভাপতি খান নজরুল ইসলাম হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমেদ পিন্টুর সঞ্চালনায় লৌহজং মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বিএম শোয়েব, লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলার সহ-সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, স্বজন সমাবেশ সভাপতি আবুল বাশার খান, লৌহজং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম ঢালী ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: