odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

তীব্র শীত ও তুষারপাতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৮৩

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ January ২০২৪ ১৯:৪১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ January ২০২৪ ১৯:৪১

গত দুই সপ্তাহ ধরে চলা তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। আবহাওয়ার কারণে টেনেসিতে মারা যান ১৯ জন, ওরেগনে ১৬ জন এবং রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা গেছেন।

এ ছাড়া নিউইয়র্ক, ইলিনয়, কানসাস, নিউ হ্যাম্পশায়ার, উইসকনসিন এবং ওয়াশিংটনসহ আরও কয়েকটি অঙ্গরাজ্য থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে এমন আবহাওয়ার কারণে ঘটেছে দুর্ঘটনা, বিঘ্নিত হচ্ছে প্লেন চলাচল, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। টানা তুষারপাত ও ঘন বরফের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

সূত্র: সিবিএস



আপনার মূল্যবান মতামত দিন: