ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লৌহজং আওয়ামীলীগ এর বর্ধিত সভা আয়োজন করা হয়েছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৯

আজ ১২ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার  সকাল ১১টায় ইউনিয়ন আওয়ামীলীগ  এর বর্ধিত সভায় প্রধান অতিথি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন  এমিলি, মাননীয় সংসদসদস্য - মুন্সীগঞ্জ-২। বিশেষ অতিথি  জনাব ওসমান গণি তালুকদার,

ভারপ্রাপ্ত সভাপতি, লৌহজং উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান লৌহজং উপজেলা পরিষদ। প্রধান বক্তা- আব্দুর রশিদ সিকদার,সাধারণ সম্পাদক,লৌহজং উপজেলা আওয়ামীলীগ।  সভাপতিত্ব করেন - আলী আকবর হাওলাদার। সভাপতি -ইউনিয়ন আওয়ামীলীগ। পরিচালনায় :জনাব আশরাফ হোসেন খান,চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক,  মেদিনীমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগ।

আরো বক্তৃতা দেন- তোফাজ্জল হোসেন তপন, মেহদি হাসান, খোকন মৃধা হলুদিয়া, এসকে জামান।আজ ১২ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার  সকাল ১১টায় ইউনিয়ন আওয়ামীলীগ  এর বর্ধিত সভায় প্রধান অতিথি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন  এমিলি, মাননীয় সংসদসদস্য - মুন্সীগঞ্জ-২। বিশেষ অতিথি  জনাব ওসমান গণি তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি, লৌহজং উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান লৌহজং উপজেলা পরিষদ। প্রধান বক্তা- আব্দুর রশিদ সিকদার,সাধারণ সম্পাদক,লৌহজং উপজেলা আওয়ামীলীগ।  

সভাপতিত্ব করেন - আলী আকবর হাওলাদার।সভাপতি -ইউনিয়ন আওয়ামীলীগ। পরিচালনায় :জনাব আশরাফ হোসেন খান,চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক,  মেদিনীমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগ। আরো বক্তৃতা দেন- তোফাজ্জল হোসেন তপন, মেহদি হাসান, খোকন মৃধা হলুদিয়া, এসকে জামান।



আপনার মূল্যবান মতামত দিন: