
সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে ১৯ হাজার ৩২১ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৪২৭ জন, ৪ হাজার ৬৯৭ জনকে অবৈধ সীমান্ত অতিক্রম এবং শ্রম আইন লঙ্ঘন করায় আরও ৩ হাজার ১৯৭ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া অবৈধভাবে রাজ্যে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেফতার করাদের মধ্যে ৩১ শতাংশ ইয়েমেনি, ৬৭ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য জাতীয়তার ছিল।
সূত্র: আরব নিউজ
আপনার মূল্যবান মতামত দিন: