ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযান : ৯৪ বাংলাদেশি প্রবাসী আটক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৫

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক অভিযানে ৯৪ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়েছে। এ সময় আরো আটক হয়েছে ৫শ ৩০ জন অভিবাসী। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করা হয়।

গতকাল এক বিবৃতির মাধ্যমে এই আটকের কথা জানান সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন।

বিবৃতিতে তিনি বলেন, ‘এই অভিযানে ৫শ ৪ জন পুরুষ ও ২৬ জন নারী আটক করা হয়েছে। এই পুরুষ আর নারী মিলিয়ে মোট ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি মিয়ানমারের নাগরিক। এরপর বাংলাদেশের নাগরিকরা রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: