
৪ ফেব্রুয়ারি, ২০২৪(অনলাইন ডেস্ক): ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছে। যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনার জন্যে হামাস আরো সময় চাওয়ার প্রেক্ষিতে ইসরায়েল নির্বিচারে এ হামলা চালিয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে, ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছে।
হামাসের মিডিয়া কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরায়েল রাফার একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়েছে। এখানে বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিল।
জাতিসংঘ বলেছে, দুই লক্ষ লোকের বসবাসের রাফা শহরটিতে এখন গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশী লোক আশ্রয় নিয়েছে।
এদিকে ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি নিয়ে প্যারিসে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
আপনার মূল্যবান মতামত দিন: