ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মেট্রোরেলে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৯

মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর, সহজে যাতায়াত সুবিধার্ধে স্টুডেন্ট র‌্যাপিড পাস প্রদান, অতিরিক্ত ভাড়া কমানো ও সর্বনিম্ন ভাড়া ১০টাকা করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় ফার্মগেটে অবস্থান কর্মসূচি পালন করার ডাক দেয় শিক্ষার্থীরা কিন্তু কর্মসূচী পালনে পুলিশি বাধার মুখে তারা বিক্ষোভ মিছিল করে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেয়।

এসময় মেট্রোরেলে হাফ পাস চাই আন্দোলনের সমন্বয়ক ও মুখপাত্র মুহাম্মদ প্রিন্স বলেন, মেট্রোরেলে হাফ পাস এখন শিক্ষার্থীদের গণদাবি। কিন্তু আমরা গণতান্ত্রিক ভাবে আমাদের দাবি রাষ্ট্রের কাছে তুলে ধরতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হলাম যা আমাদের বাকস্বাধীনতার উপরে আঘাত।



আপনার মূল্যবান মতামত দিন: