
বুধবার বিকেলে নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে এক কর্মী সমাবেশের কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রনালয় বিষয় সংসদীয় কমিটির সভাপতি ডা. দিপু মনি ।
বুধবার বিকেলে নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে এক কর্মী সমাবেশের কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী গ ডা. দীপু মনি বলেন যে নেত্রী নির্বাচনের নামে হাজার হাজার জনগণ পুড়িয়ে মারে, দেশের শিক্ষা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়, বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দিয়ে জেলে ভরে তাদের হাতে গণতন্ত্র কিভাবে নিরাপদ থাকবে তা জনগণ জানে। আর এসব কারণেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার এদেশে নির্বাচন তথা রাজনীতি ও প্রধানমন্ত্রী হওয়ার অধিকার নেই।
তিনি আরো বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের তথ্য প্রযুক্তির উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জনগণের সেবা শুধু ঘরে ঘরে নয়, জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিয়েছে”। তিনি এসব উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, নরসিংদী-৪ আসনের সাংসদ এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নরসিংদী-৩ আসনের সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, ডা. আনোয়ারুল আশরাফ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: