ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের ছাদ ভেঙে ছাত্রী আহত।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৭ ২০:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৭ ২০:২৮


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ওয়াশরুমের ছাদের একাংশ ভেঙে আহত হয়েছেন এক ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে হলের মধ্য ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওয়াশ রুমে গোসল করার সময় ছাদের একাংশ ভেঙে ওই ছাত্রীর হাতের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় হলের অন্য আবাসিক ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অধিকাংশ হলে ধ্বস আতংক নিয়ে বাস করছে শিক্ষার্থীরা । হলের একাধিক ছাত্রী জানায়, হলের সাধারণ সভায় ছাত্রীরা ছাদের পলেস্তারা খসে পড়ার বিষয়টি হল প্রশাসনকে জানিয়ে ছিল। পাশাপাশি ওয়াশরুম গুলো দ্রুত সংস্কারের দাবিও জানান কিন্তু এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেননি হল প্রশাসন।
এ বিষয়ে জানতে শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।



আপনার মূল্যবান মতামত দিন: