
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় ৯ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনই বেসামরিক ব্যক্তি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বুধবার এ হামলার ঘটনা ঘটেছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের ওপার থেকে ছোড়া রকেটে এক সেনার প্রাণ গেছে।
গত অক্টোবর থেকে প্রায়ই লেবাননের শিয়াপন্থী সশন্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের বাহিনী একে অপরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর পর থেকে এক দিনে এত বেশিসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি।
আপনার মূল্যবান মতামত দিন: