odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

মারা গেলেন রাশিয়ার কারাবন্দী বিরোধী নেতা নাভালনি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ February ২০২৪ ১৯:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ February ২০২৪ ১৯:৫৪

রাশিয়ার অন্যতম বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কারাবন্দী নাভালনির মৃত্যুর খবর দিয়েছে রুশ গণমাধ্যম। দেশটির কারা সূত্রের বরাতে এই খবর দেওয়া হয়েছে।

পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন নাভালনি। বর্তমানে তিনি ইয়ামালো কারাগারে ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। মৃত্যুকালে এই নেতার বয়স হয়েছিল ৪৭ বছর।

ওই বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হাঁটার সময় হঠাৎ করে খারাপ বোধ করেন নাভালনি। তার সাথে সাথেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথেই চিকিৎসক দল আসে। ডাকা হয় অ্যাম্বুলেন্সও। তবে চিকিৎসায় ইতিবাচক সাড়া দেননি নাভালনি।  

এখনো নাভালনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি তার দল। ক্রেমলিন জানিয়েছে, পুতিনকে নাভালনির মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: