
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা বিজয়ী জাতি, কারো কাছে মাথা নত করি না।’ তিনি আরো বলেন, “আমরা বিশ্বে মাথা উঁচু করে মর্যাদার সাথে চলব। এটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা।”
গতকাল শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দর্শকদের উদ্দেশে বক্তৃতা দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মুক্তিযুদ্ধে বিজয়ের পরে যেভাবে আমরা সারা বিশ্বে মর্যাদা পেয়েছিলাম, যে মর্যাদা লুণ্ঠিত হয়েছিল ৭৫-এর ১৫ আগস্ট। আজকে সেই মর্যাদা আমরা আবার ফিরে পেয়েছি। আজ আবার সারা বিশ্ব বাঙালির দিকে তাকিয়ে থাকে। কাজেই এই ঐতিহ্য ধরে রাখতে হবে।” প্রধানমন্ত্রী আরো বলেন, “আমাদের যারা যুবসমাজ আছে, তাদেরকে আমি এটুকুই বলব, মুক্তিযুদ্ধের চেতনায় লাখো শহীদের যে ত্যাগ, সেই ত্যাগের মহিমায় নিজেদের গড়ে তুলতে হবে উপযুক্ত নাগরিক হিসেবে। গড়ে তুলতে হবে বাংলাদেশকে। আমরা বিজয়ী জাতি, এই কথাটা সব সময় মনে রাখতে হবে। এক মুহূর্তের জন্য ভুললে চলবে না।”
আপনার মূল্যবান মতামত দিন: