odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

হাতীবান্ধায় শিবিরের সভাপতিসহ আটক ৫

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ December ২০১৭ ১৮:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ December ২০১৭ ১৮:৩০

 

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় কলেজ শিবিরের সভাপতি জাহাঙ্গীর আলমসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার সানিয়াজান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- লালমনিরহাট সরকারি কলেজের ছাত্র শিবির সভাপতি ও হাতীবান্ধা উপজেলার আরাজি শেখ
সুন্দর এলাকার সামছুল আলমের ছেলে জাহাঙ্গীর আলম (২২), পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি ও ওই ইউনিয়নের হোসনাবাদ এলাকার গোলাম রব্বানীর ছেলে গোলজাল হোসেন(২২), একই উপজেলার বাউরা হোসনাবাদ এলাকার আব্দুল কাদের ছেলে শিবির কর্মী উচ্ছাস হোসেন (২০), নবীনগর এলাকার সেকেন্দার আলীর ছেলে মিশন ইসলাম (১৮) এবং হাতীবান্ধা উপজেলার বুড়াসারডুবী এলাকার ছানাউল্লাহ’র ছেলে আবু সাঈদ (২০)। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সানিয়াজান এলাকায় অভিযান চালিয়ে জিহাদী বইসহ পাঁচ শিবিবের নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাছাড়া তাদের নামে থানায় আগের কোন মামলা আছে কি না তা যাচাই করা হচ্ছে।

হাসান মাহমুদ, জেলা প্রতিনিধি, লালমনিরহাট।



আপনার মূল্যবান মতামত দিন: