বিলুপ্ত ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলা থেকেই অব্যাহতি পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। গত ২৮ জানুয়ারি কলাবাগান থানার মামলায় খাদিজা অব্যাহতি দিয়েছিলেন আদালত।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিউমার্কেট থানার মামলা থেকে তাঁকে অব্যাহতি দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত।
তবে আদালত এ মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম।
নিউমার্কেট থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি চেয়ে খাদিজাতুল কুবরার আইনজীবী আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এ মামলা থেকে খাদিজাতুলকে অব্যাহতির আদেশ দেন।
আপনার মূল্যবান মতামত দিন: