ঢাকা | শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বেইলি রোডে আগুনে দগ্ধ ৩৯ মরদেহ হস্তান্তর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৪ ২১:৩২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ মার্চ ২০২৪ ২১:৩২

১ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক) : বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে অগ্নিকান্ডে নিহত ৪৬টি মরদেহের মধ্যে অন্তত ৩৯ জনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৭ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের সামনে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত ৩৯ জনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

অজ্ঞাত সাতজনের  মরদেহের বিষয়ে তিনি বলেন, এর মধ্যে পাঁচজনের মরদেহ এখনো কেউ দাবি করেনি। তাদের চেহারা বোঝা যাচ্ছে। তবে একটি মরদেহ পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে।  গুরুতর আহত ১০জনকে বার্ন ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।'



আপনার মূল্যবান মতামত দিন: