odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

পাকিস্তানে ভারি বর্ষণ ও ভূমিধস : নিহত ২৯

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ March ২০২৪ ২২:৩৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ March ২০২৪ ২২:৩৪

গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ২৯ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি বাড়ি ধস এবং ভূমিধসের কারণে রাস্তা অবরুদ্ধ হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিজনিত কারণে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে উপকূলীয় শহর গোয়াদর প্লাবিত হওয়ার পর পাঁচজন মারা গেছে। কর্তৃপক্ষ নৌকা ব্যবহার করে প্রায় ১০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে।

এ ছাড়া জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান শাসিত কাশ্মীরেও হতাহতের ঘটনা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সূত্র: আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: