
১৫ মার্চ ২০২৪ (অনলাইন ডেস্ক) : রাজধানীর পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে আগুন লেগেছে । আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান,আজ শুক্রবার রাত ৯টা ৩৮ মিনিটে রাজধানীর পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের সদরঘাট, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: