ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যা: কারাগারে সহপাঠী আম্মান, জামিন পাননি শিক্ষক দ্বীন ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ২০ মার্চ ২০২৪ ১৯:০৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২০ মার্চ ২০২৪ ১৯:০৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে আত্মহত্যার প্ররোচণার মামলায় ২ দিনের রিমান্ড শেষে সহপাঠী রায়হান আম্মান সিদ্দিককে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে, একই মামলায় সহকারী প্রক্টর দ্বীন ইসলামের আইনজীবী জামিন চাইলে সেটিও নাকচ করে আদালত।

বুধবার (২০ মার্চ) দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। একই মামলায় গতকাল জামিন শেষে শিক্ষক দ্বীন ইসলামকে কারাগারে পাঠিয়েছিল আদালত।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৪ মার্চ) রাতে ফেসবুকে স্ট্যাটাসে সহকারী প্রক্টর ও সহপাঠীকে দায়ী করে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকা। এ ঘটনার পর সাময়িক বহিষ্কার করা হয় অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিককে।

ওইদিন রাতেই অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে আটক করে পুলিশ। এরপর আদালতের মাধ্যমে সহপাঠী আম্মানকে দুইদিন ও শিক্ষক দ্বীন ইসলামকে একদিনের রিমান্ডে পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: