odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট গ্রহণ ৮ মে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ March ২০২৪ ১৪:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ March ২০২৪ ১৪:১১

প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৮ মে। বৃহস্পতিবার (২১ মার্চ) কমিশন সভা শেষে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এসব উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে এ সাধারণ নির্বাচন হবে।

এর আগে, সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রথমধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোট হবে ৮ মে।



আপনার মূল্যবান মতামত দিন: