odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

নেতাকর্মীদের পাশে দাঁড়াতে বিএনপির নতুন সেল গঠন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ March ২০২৪ ২২:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ March ২০২৪ ২২:৩৮

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম-খুন-পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়াতে দলের ‘আমরা বিএনপি পরিবার’ নামে নতুন সেল গঠন করেছে বিএনপি।

আজ শুক্রবার (২২ মার্চ) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

সেলের প্রধান উপদেষ্টা হয়েছেন রুহুল কবির রিজভী এবং দলের কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাহ ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে করা হয়েছে উপদেষ্টা।

গুম, খুন, নির্যাতিত দলের নেতাকর্মীদের পরিবারের সদস্যদের দেখভালের ‘জাতীয়তাবাদী হেলপ সেল’ নামে একটি সংগঠন গত কয়েকবছর করে কাজ করে আসছে এবং দুই ঈদের সময়ে গমু-খুন পরিবারের সদস্যদের ঈদ উপহারসহ আর্থিক সহযোগিতাও তারা দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: