odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

দেশের ভালোবাসতে হলে দেশের ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে - বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দ

odhikar patra | প্রকাশিত: ২৭ March ২০২৪ ০১:০৮

odhikar patra
প্রকাশিত: ২৭ March ২০২৪ ০১:০৮

বঙ্গবন্ধু পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে এবং বিদেশের কোনো কোনো কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করার সংবাদ ইতোমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আরো আসবে। (এ সম্পর্কিত তথ্যাদি পাওয়া মাত্র দেশের খবরাদি ‘’বঙ্গবন্ধু পরিষদDiv-Dist-F-U‘’ নামের এবং বিদেশের খবরাদি ‘’BBP International’’ নামের WhatsApp Group-এ পাওয়া যায়।) বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এই কর্মসূচিগুলো সুশৃংখলভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘’সুনাগরিক হতে হলে দেশকে ভালোবাসতে হবে। আর তা করতে হলে বিকৃত ইতিহাসের বদলে বাংলাদেশের অভ্যুদয়ের প্রকৃত ইতিহাস এবং জাতির জনকের আজীবনের সংগ্রাম ও অবদানের কথা সবাইকে জানতে হবে। আসুন আমরা সবাই দেশটির প্রকৃত ইতিহাস জানি এবং বিশেষ করে নতুন প্রজন্মকে জানাই।



আপনার মূল্যবান মতামত দিন: