odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 31st December 2025, ৩১st December ২০২৫

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ April ২০২৪ ২২:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ April ২০২৪ ২২:২৬

মালয়েশিয়ার জোহর রাজ্য থেকে ১৩২ জন বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গতকাল শুক্রবার রাজ্যটির পাসির গুদাং এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

১৩২ জন বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের ৭৪ জন অবৈধ প্রবাসীকে এই অভিযানে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বাহার উদ্দিন জানান, অভিবাসন বিভাগ ওই এলাকার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে মোট ৫৩০ জন বিদেশি ও স্থানীয় ব্যক্তির কাগজপত্র পরীক্ষার পর ২০৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩২ বাংলাদেশি, ৫৩ চীনা, মিয়ানমারের ১০ নাগরিক, ছয় পাকিস্তানি, তিন ইন্দোনেশীয়, দুই ভিয়েতনামি ও একজন স্থানীয় ব্যক্তি রয়েছেন। গ্রেপ্তারকৃত সবার বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে রয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মালয় অভিবাসন আইনের বিভিন্ন ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 



আপনার মূল্যবান মতামত দিন: