odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

খাবার প্রেমিদের জন্য সর্বোচ্চ অধিকার নিশ্চিত করা হয়েছে বানিজ্য মেলায়-তোফায়েল আহমেদ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ January ২০১৮ ১৭:৫৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ January ২০১৮ ১৭:৫৫



we are Tofail ahmed Fan's Share করেছেন Electrification সেখানে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর বরাত দিয়ে বলা হয়েছে ,
“ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাবার দোকানে ১০০ টাকার বিরিয়ানি ঘোষণা দিয়ে খাবার পর ৮০০ টাকা বিল আদায় করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এরকম ডাকাতি বা প্রতারণা প্রতিবারই দেখা যায়।

ভোক্তাদের সুবিধার্থে এবার বাণিজ্যমেলা ভিআইপি গেটের পাশে ইপিবি (এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো) অফিসের সামনে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অফিস দেয়া হয়েছে। সার্বক্ষণিক একাধিক কর্মকর্তা কর্মরত আছেন সেখানে।

সাথে সাথে অভিযোগ করে ডাকাত ধরার ব্যবস্থা করুন, কল্যাণে এগিয়ে আসুন। পচাবাসী, ভেজাল খাবার পেলে আমাদের জানান প্লিজ। মিনিমাম জরিমানা ৩ লক্ষ টাকা।”



আপনার মূল্যবান মতামত দিন: