
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান আগামী মার্চ মাসে ছাত্রলীগের সম্মেলন হোক। তিনি ছাত্রলীগের বর্তমান কমিটিকে সম্মেলনের তারিখ চূড়ান্ত করতে বলেন।
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল–পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের সাধারন সম্পাদক বলেন, ‘একটা খবর দেব, সুখবর। আমি নেত্রীর সঙ্গে কথা বলেছি। মার্চ মাসে, স্বাধীনতার মাসে সম্মেলন হোক, এটা নেত্রীর ইচ্ছা। শিগগিরই ছাত্রলীগের নির্বাহী কমিটির সভা ডেকে সম্মেলনের তারিখ ঘোষণা করুন। সম্মেলনের প্রস্তুতি নিন, মার্চে সম্মেলন।’ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। এসময় সমাবেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা ও বক্তব্য দেন। সমাবেশ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: