ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের জনসচেতনতা মূলক মানববন্ধন

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৮ জুন ২০২৪ ১৭:৪২

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৮ জুন ২০২৪ ১৭:৪২

নিজস্ব প্রতিবেদক :

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস "করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা", গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় আজ ৮ জুন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মৎস ভবন মোড় থেকে হাইকোর্টের সামনের কদম ফোয়ারা পর্যন্ত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জনসচেতনতা মূলক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা ৮ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড: অলক কুমার পাল, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।

এসময় ম. আব্দুর রাজ্জাক, আনোয়ারুল আজিম সাদেক,মুজিবুর রহমান স্বপন, খায়রুল হাসান জুয়েল,  ওবায়দুল হক খান, রফবকুল ইসলাম বিটু, আজিজুল হক আজিজ, কেএম মনোয়ারুল ইসলাম বিপুল,সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী।



আপনার মূল্যবান মতামত দিন: