
রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোড এলাকায় ফাইন্যান্স টাওয়ারের ১৫ তলা ভবনের পাঁচতলায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা সাধারণ শাজাহান শিকদার জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সংবাদ পাওয়া যায়, পুরানা পল্টনের কালভার্ট রোডে অবস্থিত ফাইন্যান্স টাওয়ারের ১৫ তলা ভবনের পাঁচতলায় ধোঁয়া দেখা যাচ্ছে।
প্রথমে এক ইউনিট সেখানে পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আপনার মূল্যবান মতামত দিন: