
পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুর আড়াইটার দিকে আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে বাংলাদেশ প্রতিদিনকে প্রধান বিচারপতি জানান, আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।কিছু ফর্মালিটিজ রয়েছে। এ গুলো শেষ করে পদত্যাগ করবো।
এর আগে সকাল থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপিপন্থী ও সাধারণ আইনজীবীরা।
আপনার মূল্যবান মতামত দিন: