
নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্ম দেশের সম্পদ, তাদেরকে সঠিকভাবে গড়ে উঠতে পরিচর্যা ও উদ্বুদ্ধ করতে হবে। তাদের সম্ভাবনাকে ইতিবাচক পরিবর্তনের কাজে লাগাতে হবে।
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী ‘দক্ষিণ এশীয় সমাজবিজ্ঞান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সমতার ভিত্তিতে সম্পদ বন্টন ও বৈষম্য নিরসনে, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে, সর্বোপরি সকলে একযোগে কাজ করেলেই কেবল অন্তর্ভূক্তিমূলক সমতা প্রতিষ্ঠিত হবে’।
স্পিকার আরও বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসাবে গড়তে চাইলে পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরণ্যে সমাজবিজ্ঞানী অধ্যাপক কে এ এম সা’দউদ্দিন ও অধ্যাপক অনুপম সেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. নেহাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মনিরুল ইসলাম ও ধন্যবাদ জ্ঞাপন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।
এছারাও তিনি সমাজ বিশ্লেষণে সমাজ বিজ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরে এর চর্চা ও গবেষণায় আরও বেশি মনযোগ দেওয়ার জন্য ছাত্র-শিক্ষকদের প্রতি আহবান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক নাজমুল করিম ও অধ্যাপক রঙ্গলাল সেন’কে শ্রদ্ধাভরে স্মরণ করে অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেন, সমাজবিজ্ঞান বিভাগ থেকেই ক্রিমিনোলজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজসহ আরো অনেক বিষয়ের উৎপত্তি হয়েছে ।
দু’দিনব্যাপী এই সম্মেলনে ৮টি সেশনে ৩২টি প্রবন্ধ উপস্থাপন করবেন দেশ-বিদেশের সমাজবিজ্ঞান গবেষকগণ ।
আপনার মূল্যবান মতামত দিন: