ঢাকা | রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

আগামীকাল থেকে চলবে মেট্রোরেল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪ ১৫:২৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪ ১৫:২৫

ছাত্র আন্দোলনের কারণে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে আবারো নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল।

মেট্রোরেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো: জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। লাইনে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

তিনি আরো জানান, আজ শনিবার চূড়ান্ত ট্রায়াল দেয়া হবে। আশা করা যায় আর কোনো ত্রুটি ধরা পড়বে না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার থেকেই মেট্রোরেল নিয়মিত চলবে।



আপনার মূল্যবান মতামত দিন: