odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২৪ জনের নামে মামলা: তদন্তে পিবিআই   

odhikarpatra | প্রকাশিত: ৪ September ২০২৪ ২০:১৪

odhikarpatra
প্রকাশিত: ৪ September ২০২৪ ২০:১৪

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৪  :বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় আমীর হোসেন নামে এক ব্যক্তি গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে নিহতের স্ত্রী আননী এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 
আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল এবং এবিএম সিদ্দিক। 
গত ১৯ জুলাই বিটিভি ভবনের সামনে আসামিদের নির্দেশে অন্য আসামিরা আমীর হোসেনকে গুলি করে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: