ঢাকা | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে বৃহস্পতিবার সারা দেশে 'শহীদি মার্চ'

odhikarpatra | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫২

odhikarpatra
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫২

ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৪ : শেখ হাসিনার সরকারের পতনের এক মাস পূর্ণ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। দিনটি উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশে 'শহীদি মার্চ' কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য  এলাকা থেকে কেন্দ্রীয় ‘শহীদি মার্চ’ শুরু হবে। এই পদযাত্রার লক্ষ্য হলো শহীদ পরিবার ও আহতদের প্রতি সংহতি  প্রকাশ এবং স্মরণ করতে সারা দেশের শিক্ষার্থী এবং জনসাধারণকে একত্রিত করা।

বুধবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি শিক্ষার্থীদেরকে সক্রিয়ভাবে ‘শহীদি মার্চে’ অংশ নেওয়ার আহ্বান জানান।

ইএনবি।



আপনার মূল্যবান মতামত দিন: