
আমাদের অধিকারপাত্র ডটকম : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২০১০ সালে নির্বাচনের আগে বিএনপি যে কথা বলেছিল, ২০১৮ সালের শুরুতেও একই কথা বলছে। এটা বিএনপির চক্রান্ত ও রহস্যের রাজনীতি।
রোববার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে ইনু বলেন, সরকার যদি নির্বাচনে ভয় পেত তাহলে নির্বাচনই দিতো না। সংবিধান অনুযায়ী যখন যে নির্বাচন করার সময় তখনই সে নির্বাচন বাংলাদেশে করা হচ্ছে।
এ সময় জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: