ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এমপি বিরুদ্ধে সংবাদ প্রকাশে হাতীবান্ধায় আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৮ ২২:২৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৮ ২২:২৫

হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি): বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় “লালমনিরহাটে মোতাহারের সাম্রাজ্য” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামীলগ ও উপজেলা পরিষদ।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হাতীবান্ধা
উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ সারওয়ার হায়াত খাঁন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক দিলীপ কুমার সিংহ, কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নুরল আমিন, সিংগিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম হোসেন প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, মোতাহার হোসেন এমপি ও তার পরিবারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া । তা প্রত্যাহার করতে হবে। তা না হলে পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: