
আমাদের অধিকারপত্র ডটকম: ‘আলোড়িত ৩০’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনের দুই বছরপূর্তি উপলক্ষে ব্যাচ’ডে পালন করেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩০তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহনে আনন্দ র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে থেকে সকাল ১১টার দিকে ৩০তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
র্যালি ও কেক টাকা পর্ব শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যায়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের (টিএসসিসি) পরিচালক সহযাগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলসহ আরও অনেকেই।
আপনার মূল্যবান মতামত দিন: